পটভূমি
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) দেশের শিক্ষা ব্যবস্থাপনায় শিক্ষাতথ্য ও পরিসংখ্যান সংগ্রহ, সংরক্ষণ, বিতরণ ও প্রচারের একমাত্র সরকারী সংস্থা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এঁর নির্দেশনায় গঠিত ড. মুহাম্মদ কুদরাত-ই-খুদা শিক্ষা কমিশনের ১৯৭৪ সালে প্রণীত সুপারিশের প্রেক্ষিতে স্বাধীন বাংলাদেশে পৃথক একটি শিক্ষাতথ্য সংস্থা হিসেবে ‘বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) প্রতিষ্ঠা করা হয়। সংস্থাটি শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক উন্নয়নের সাথে সম্পৃক্ত হয়ে শিক্ষাতথ্য বিনির্মাণ ও সরবরাহ করে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাসমূহের কাছে সমাদৃত।
কোরিয়া সরকারের Economic Development Cooperation Fund (EDCF) এর আওতায় কোরিয়া EXIM Bank এর আর্থিক সহযোগীতায় শিক্ষকদের আই.সি.টি প্রশিক্ষণ এবং তৃণমূল পর্যায়ে ই-সেবা প্রদানসহ দেশের শিক্ষা ক্ষেত্রে আই.সি.টি শিক্ষা প্রসারের লক্ষে ১২৫ টি উপজেলায় UITRCE নির্মাণ করা হয়েছে এবং দেশের সব উপজেলায় সেন্টার স্থাপনের পরিকল্পনার আওতায় ২য় পর্যায়ে ১৬০ টি UITRCE নির্মাণের কাজ চলমান রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস